সাইফুল ইসলাম দুলালঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন গঙ্গাপুর গ্রামের বটতলী এলাকায় আজ সন্ধ্যার পর মিনু (৪৫) নামের গলা কাটা এক মহিলার লাশ পাওয়া গেছে। নিহত মহিলা ঐ এলাকার মমিন ড্রাইভারের স্ত্রী এবং দুই সন্তানের জননী। স্থানীয়দের সূত্রমতে নিহত মহিলা আজ দুপুর বেলা বাড়ি থেকে বের হয়ে পাশের বিলে শাক আনতে গেলে সন্ধ্যা পর্যন্ত আর বাড়িতে ফিরে আসেনি,পরে আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার পর পাশের বিলের বাগানের এক পুকুরে গলাকাটা অবস্থায় দেখতে পায়। লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।