স্টাফ রিপোর্টার:
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ। শুক্রবার (২৮শে জুলাই) দুপুর ২টা ১৫মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়।বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সকালেই। দুপুর হতেই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকা ভরে যায় নেতাকর্মীতে। এই শান্তি সমাবেশে যোগ দিতে ঢাকার আশপাশের জেলা থেকেও দলীয় কর্মী, সমর্থকরা এসেছেন।বিএনপি’র জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে এই শান্তিসমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের এই তিন অঙ্গ সংগঠন। যে কোন সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয় জানান সমাবেশে আসা নেতা কর্মীরা। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নিয়েছেন।এসময় আন্দোলনের নামে বিএনপি জোট সংঘাত সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতারা।উক্ত শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আদাবর থানার অন্তর্গত ১০০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ বাচ্চু মিয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নির্দেশনায় সদলবলে শান্তি সমাবেশে যোগ দেন। শত শত নেতাকর্মীদের সাথে থাকে স্লোগানে স্লোগানে মুখরিত করে সমাবেশে যেতে দেখা যায়। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাসীদের জায়গা নাই। বিএনপির যে কোন ধরনের সন্ত্রাস আমরা থামিয়ে দিব। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দেশকে অনুক্রমেই অস্থিশীল করে তুলতে দিবো না।