মিডিয়া ঘর এর ব্যানারে ‘প্রেম মাইনা নিছি, শিরোনামে নতুন উপহার হিসেবে তসিবার গলায় চমৎকার আরেকটি গান আজ সন্ধ্যা ৭ টায় প্রচারিত হবে RS ENTERTAINMENT এবং RS DRAMA চ্যানেল এ। কণ্ঠশিল্পী তসিবা বেগম টাইম বাংলা নিউজকে বলেন,এই গানের মডেল হিসেবে ও আমি কাজ করেছি আমার সেরাটা দিয়েছি আশা করতেছি সবার ভালো লাগবে। লিটন ভাই ও পুরো টিমের ফসল এই গান পুরো টিম এই কাজে অনেক কষ্ট করেছেন আশা করছি কোটি ভক্তের হৃদয়ে সাড়া জাগাবে এই গান। গীতিকার মোশারফ হোসেন লিটন বলেন, কালাচানের পরে ২০২৪ সালের প্রথম মাসের চমংক এই গান, উনার গলা অনেক সুন্দর এই গলা ঈশ্বরের দেওয়া উপহার। উনার সাথে ভবিষ্যতে আমরা আরো কাজ করব সবার এই গান শুনবেন আশা করি।