বিশেষ প্রতিনিধি:
সাংবাদিক আমিনুল ইসলাম আমিন বর্তমান দুর্নীতিগ্রস্ত সমাজে এক সততার উজ্জ্বল দৃষ্টান্ত । আপাদমস্তক নিরেট সৎ ও ভদ্র এই মানুষটি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা ও মিডিয়ার কাজ করে যাচ্ছেন অত্যন্ত সুনামের সাথে । দীর্ঘদিন কাজ করার পরেও ন্যূনতম পঙ্কিলতা তাকে এখন পর্যন্ত ছুঁতে পারে নাই। সব ধরনের মানুষের সাথে তিনি চলেন অত্যন্ত স্বাভাবিকভাবে, ন্যূনতম কোন অহংকার কিংবা কটু কথা কারো সাথে তিনি প্রয়োগ করেন না । তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার পরেও নিজেকে সবসময়ই বিনয়ীভাবে তুলে ধরেন সবার সামনে । তার চাইতে দুর্বল ব্যক্তিও যখন তাকে কোন কারণে খারাপ ব্যবহার করেন তারপরও তিনি তা হাসিমুখে সহ্য করেন। এমনই এক শুভ্র সুন্দর ব্যক্তিত্ব এই আমিনুল ইসলাম আমিন।
ব্যক্তি জীবনে তিনি ফ্রেন্ডস মিডিয়া ও ছবি মেলার কর্ণধার। একতারা ফাউন্ডেশনের পরিচালক ও একতারা শিল্পী সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্টার মিডিয়ার অন্যতম সদস্য ও ক্রাইম নিউজ 24 এর বিনোদন প্রতিবেদকের কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে।
সাংবাদিক আমিনুল ইসলাম আমিন এর শুভ জন্মদিনে স্টার মিডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ক্রাইম নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বর্তমান সমাজে একজন ভদ্র মানুষের প্রতিচ্ছবি আমিনুল ইসলাম আমিন । এই বিনয়ী ব্যক্তিত্বের অধিকারী আমিনুল ইসলাম আমিন এর শুভ জন্মদিন আমি অন্তর থেকে দোয়া করছি তার সার্বিক মঙ্গলের জন্য । ব্যক্তি জীবনে এই আমিন অত্যন্ত আমার অনুগত ও ভালোবাসার প্রিয় পাত্র । আমি তার ও তার পরিবারের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।”
এছাড়াও একতারা ফাউন্ডেশন, একতারা শিল্পী সংঘ , স্টার মিডিয়া, ক্রাইম নিউজ২৪ , দৈনিক গণতদন্ত, সাপ্তাহিক সামাল ,স্বাধীন টিভি, দৈনিক সকালের সময় ,দৈনিক বাংলার দুত সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও মিডিয়া তার এই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।