বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে। দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর রোববার সকাল ৬টা থেকে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশে সাধারণ যানবাহন চলাচল করছে। আজ থেকে এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে ফার্মগেটে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট, যা যানজটের কারণে এখন প্রায় ১ ঘণ্টার মতো লাগে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আদাবর থানা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াসিন মোল্লার নেতৃত্বে এক বিশাল গণবহর জনসভায় উপস্থিত হয়। স্লোগানে স্লোগানে মুখর এই জন বহরের নেতাকর্মীরা জনসভায় যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা ইয়াসির মোল্লার নেতৃত্বে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জয়গান গাইতে গাইতে এগিয়ে যান।
এ সময় আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াসিন মোল্লা আনন্দ আবেগ ঘন কণ্ঠে বলেন, “বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্ন আমাদের যোগ্য নীতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পূরণ হচ্ছে । যার মাধ্যমে আমরা প্রতিটি বাঙালি মাথা উঁচু করে দাঁড়াচ্ছি বিশ্বের দরবারে । আর এমনই একটি নতুন উন্নয়ন এলিভেটর এক্সপ্রেস।