শহিদুল ইসলাম সোহেল: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নির্বাচন প্রচার-প্রচারণা এখন তুঙ্গে । এখানে মূলত শাহিন আহমেদের আনারস ও হাজী আলতাব হোসেন বিপ্লবের কাপ পিরিচ মার্কার মধ্যে জয় পরাজয় নির্ধারিত হবে বলে ভোটারদের ধারণা।
পহেলা মে বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নে হাজী আলতাফ হোসেন বিপ্লবের সহধর্মিনীর গাড়িতে হামলা ও পোস্টার ছিঁড়ে দিয়ে প্রচার প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ।
জানা গেছে, অত্র এলাকার মুল্লুক জনির ছেলে জাহাঙ্গীর আলম নামে ছাত্রলীগের এক সাবেক সহ-সভাপতি হাজী আলতাফ হোসেন বিপ্লবের পোস্টার সম্বলিত গাড়ি নির্বাচনে প্রচারের কাজে করার সময় বাঁধা প্রদান করে , গাড়ির গ্লাস নামিয়ে যখন দেখতে পাই গাড়িতে মহিলারা রয়েছে তখন কোনরূপ মারামারি না করে রাগে ক্ষবে দুঃখে গাড়িতে সাজানো কাপ পিরিচ মার্কার পোস্টার গুলো ছিঁড়ে ফেলে এবং গাড়িতে আঘাত করে।
এ ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
এদিকে , ভুক্তভোগীরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, এই ধরনের আচরণ কি নির্বাচন কমিশন সমর্থন করে? যদি সমর্থন না করে তাহলে এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।