স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা আওতাধীন খোলামোড়া এলাকার নরন্ডী রোডের নিউ মডেল ফার্নিচার এন্ড ডোর এই প্রতিষ্ঠানটি কাঠ ও কাঠ জাত দ্রব্যের বিভিন্ন ফার্নিচার তৈরি করে থাকে কিন্তু এরা ক্রেতাদের সাথে বিভিন্ন রকম ছলচাতুরি করে এবং অর্ডার নিয়ে অর্ডার ডেলিভারি দিতেও পাঁয়তারা করে বলেও জানা গেছে।
জানা যায় , এক ব্যক্তির সাথে এক কাজের অর্ডার নিয়ে সে কাজ ডেলিভারি দিতে ৪ থেকে ৫ বার সময় নেওয়ার পরেও সে কাজ ডেলিভারি দিতে ব্যর্থ হয় । যদিও ওই ব্যক্তি নিয়মমাফিক এডভান্স টাকা দিয়ে মেমো রশিদ গ্রহণ করে
পরবর্তীতে, এমন প্রতারণা ও ছল-চাতুরি কেন করা হলো এ মর্মে উক্ত প্রতিষ্ঠানের মালিক প্রোপাইটার মোঃ আরিফুল ইসলাম সুমনেকে জানতে চাওয়া হলে সেও এর কোন জবাব না দিয়ে আরও সময় চান । যদিও ওই অর্ডারকৃত ফার্নিচারটি বানিয়ে দিতে নানা টাল বাহানা ও ফন্দী ফিকিরের কথা বলতে থাকে।
সচেতন সমাজ এই নিউ মডেল ফার্নিচার এন্ড ডোর থেকে কোন কাজ করে না নেওয়ার জন্য সকল মানুষের প্রতি আহবান জানান।