নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন আন্দিপুর গ্রামের মোঃ মজিবুর রহমান এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ তোহরুল আলী তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে জমি দখল করার চেষ্টা করে।জানা যায়, গত ২ আগস্ট সকাল ৮:৩০ মিনিটি মজিবুর রহমান এর আন্দিপুর মজার কদমবিলের ১ বিঘা ১৩ কাঠা জমি দখল করার জন্য হেলাচী গ্রামের জালাল আলীর ছেলে তোহরুল আলী, আন্দিপুর গ্রামের তোফাজ্জুলের ছেলে মুশফিকুর, খাসপাড়া গ্রামের ভোগার ছেলে ইয়াকুব আলী জনি, কামালপুর গ্রামের আসাদুলসহ আরও অনেকে দেশিও লাদনা-লাঠি, রড, কোঁদল নিয়ে গাছের গোড়া খুঁড়ে এবং মুখে গালাগালির এক পর্যয়ে এলাকার মানুষ জড়ো হয়ে গেলে তারা প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে।মজিবুর রহমান বলেন, আমার সাথে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা তারা ঘটিয়েছে, আমি এর বিচার চাই। এদিকে,তোহরুল আলীকে এসবের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে এই জমি দখলের সত্যতা স্বীকার করে বলে, মূলত তার বড় ছেলে শামীমের সাথে আমাদের লেনদেনের বিষয় আছে , সে রাজ নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান করে প্রতারণা করে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে লোপাট করে পলাতক রয়েছে। আমরা মূলত সে সূত্র ধরেই তার বাবার জমি দখল করতে যায়, যাতে করে বিষয়টি একটি সমাধানের পর্যায়ে আসে। এবিষয়ে ভোলাহাট থানায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।