সাইফুল ইসলাম দুলাল:
লক্ষীপুর জেলার পরিচিত মুখ ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম ও দালাল বাজার বণিক সমিতির সেক্রেটারি মীর মহিউদ্দিন মিরন এর বাবার ১২ তম মৃত্যুবার্ষিকীতে কাছের ও দূরের অত্র জেলার – ইউনিয়নের এলাকার নিকটস্থ আত্মীয় স্বজনদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মরহুম মীর হোসেন আহমেদ ব্যক্তি জীবনে গণ্যমান্য সুনামধন্য ও সফল ইউপি সদস্য ছিলেন। মরহুমের বড় ভাই মরহুম মীর আব্দুর রব তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্র ইউনিয়নের দীর্ঘদিনের সেবা দানকারী চেয়ারম্যান ফ্যামিলির মরহুমদেরকে মহান আল্লাহ পাক মাপ করে জান্নাতের উচ্চমাকাম দান করুন এমন দোয়া কামনা করা হয়েছে সকলের নিকটে।