স্টাফ রিপোর্টার:
মিডিয়া ঘর প্রোডাকশন এর চেয়ারম্যান মোশারফ হোসেন লিটন ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, বর্তমান সময়ের আলোচিত শিল্পী “সুমি শবনম ও চঞ্চল” কে নিয়ে বিগ বাজেটের গান “বন্ধুর বাড়ী” শিরোনামের অসাধারণ গান উপহার দিয়েও থেমে থাকেন নি,আর একজন আলোচিত শিল্পী “তোসিবার কণ্ঠে” প্রেম মাইনা নিছি” গান উপহার দিয়েছেন।
এটিও ছিল বিগ বাজেটের গান।
এই গানের মাধ্যমে শিল্পী তোসিবা এই প্রথম নায়িকা হিসেবে আবির্ভূত হয়েছেন।
“প্রেম মাইনা নিছি” এই গানটি
ফেইজবুকের রিলস ও টিক টকে ভাইরাল হয়েছে।
এছাড়াও নাটক “বেশী আদরের পরিণতি, লটারিতে পেল গার্লফ্রেন্ড, স্বর্নের ডিম,
কাজের মেয়ে যখন বড় অফিসার,পাগলি প্রেগন্যান্ট, স্বামী ছাড়া বাপ ইত্যাদি নাটক উপহার দিয়েছেন। দর্শক তার নিপুণ হাতের শৈল্পিক কাজ গুলি লুফে নিচ্ছেন। তাই তো থামছেন না তিনি। মিডিয়া ঘর এর এক ঝাঁক তরুণ তরুণী এবং অভিজ্ঞ ট্যাকনিশিয়ান নিয়ে এগিয়ে যাচ্ছে অকুতোভয়ে। তাঁর গল্পের গাঁথুনিতে ফুটিয়ে তুলছেন সমাজকে কেমনে বদলে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, তার এই শিক্ষনীয় মেসেজে যদি সমাজের কিছু হলেও উপকার হয় , তাহলেই তাঁর কষ্টের স্বার্থকতা।