বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের অপশাসন, দুর্নীতি, লুটপাট ও মূল্যস্ফীতির কারণে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি অসহায় ও দুর্বিষহ দিন পার করছেন।
মহান মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম নগরের নুর আহমদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ এই জনসভার আয়োজন করে।আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শ্রমিকের পরিবারে এখন হাহাকার চলছে। সরকার এই দুঃসময়ে শ্রমিকদের পাশে নেই। সরকারি কর্মচারীরা বিভিন্ন সময় সংকটকালে প্রণোদনা পান অথচ শ্রমিকদের জন্য কোনো প্রণোদনা নেই। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে শ্রমিকসমাজকে ভোট ও ভাতের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।’বিএনপির এই নেতা আরও বলেন, সরকার নিজ দেশের চেয়ে প্রতিবেশীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। বিএনপির নীতি ছিল ‘স্বদেশি পণ্য কিনে হও ধন্য।’ আর আওয়ামী লীগের নীতি হচ্ছে ‘ভিনদেশি পণ্য কিনে হও ধন্য।’এ অবস্থা থেকে উত্তরণে শ্রমিক–জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ‘মহাবিপ্লবের’ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান।জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা একরামুল করিম, এম এ হালিম, আবদুস সাত্তার, এস এম সাইফুল, এস কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী, শাহ আলম, আবদুল মান্নান, আহমেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, শ ম জামাল, ইদ্রিস মিয়া প্রমুখ।